সম্পাদকীয়ঃ প্রথম বর্ষ। ২৯ সংখ্যা। জুন ২৫, ২০২২

সম্পাদকীয় হাস্যকর পরীক্ষা-পদ্ধতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে স্নাতক স্তরের পরীক্ষাকে কেন্দ্র করে যা চলছে তা বেদনাদায়ক। কোন পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্ধারণ করতে গিয়ে ছাত্রছাত্রীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা হাস্যকর। পরীক্ষার্থীরা কখনোই পরীক্ষার নীতি নির্ধারক নয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালন কমিটি-র ব্যর্থতা এই ক্ষেত্রে প্রকট। এই ব্যর্থতার কারণ নির্ণয় করা দরকার। এমন নয় যে পরীক্ষার্থীরা অনলাইন পরীক্ষার দাবীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘেরাও করে ভিসি-কে আটকে রেখেছিল। এই ঘটনা যেই বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল তারা কিন্তু পরীক্ষার্থীদের দাবী মেনে নেয় নি। বস্তুতঃ রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয় এই ‘অনলাইন পরীক্ষার’ দাবী মেনে নিয়েছে বলে জানা নেই। যদি সরকারের তরফ থেকে চাপ থাকত তবে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইন পরীক্ষার দিকেই ঝুঁকত, কিন্তু বাস্তবে তা হয় নি। সুতরাং সরকারের চাপে বা ইচ্ছায় কিংবা আন্দোলনের চাপে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটি হাস্যকর ‘অনলাইন পরীক্ষা’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অনুমান করা যায় কোন অজ্ঞাত চাপের কাছে নতি স্বীকার করে...