গানের লীলার সেই কিনারেঃ শুভময় ঘোষ
ছবিঃ https://wallpapersafari.com বিশেষ রচনা পিপুফিশোর ডায়েরি গানের লীলার সেই কিনারে শুভময় ঘোষ সময়ের স্বল্প ব্যবধানে চারুকলা বিষয়ক দু-দুটি সম্পাদকীয় প্রকাশিত হল 'সান্ধ্য জলপাইগুড়ি'র পৃষ্ঠায়। প্রথমটি, প্রখ্যাত সন্তুরবাদক শ্রদ্ধেয় শিবকুমার শর্মা স্মরণে প্রয়াণলেখ; অন্যটি কবি বিজয় দে রচিত 'মধুবালার বেড়াল' কবিতাগ্রন্থ সম্পর্কে সম্পাদকমশাইয়ের মুগ্ধবোধ। দুটি রচনাই 'স্বাদু স্বাদু পদে পদে'। যদিও সম্পাদকমশাই কিংবা শ্রদ্ধাভাজন শিল্পী অথবা কবিবরের পৃষ্ঠকন্ডুয়ন-এ লেখার উদ্দেশ্য বা বিধেয় কোনোটিই নয়; তবু, শুরুতেই এই শরণাগতির কারণ -- অল্পকালিক ব্যবধানে উঠে আসা ঐ লেখা দুটি পিপুফিশোর মনে যে বোধোদয় ঘটিয়ে দিয়েছে তাতেই এ লেখার আঙটপাত। গৌরচন্দ্রিকা ছেড়ে এবার তবে সরাসরিই বলা যাক। চারুশিল্পের যে সূক্ষ্ম কারুকাজ; ধরা যাক, উচ্চাঙ্গসঙ্গীত বা মার্গসঙ্গীত, চিত্রকলা কিংবা আধুনিক কাব্য-কবিতা --- আমাদের আমজনতার দৈনন্দিন প্রায়োজনিকতার বাইরে এই যে শিল্পের এক বিচিত্র ভুবন --- এর সঙ্গে কীভাবে, কেমন করে সেতু রচনা করতে পারেন জনতা জনার্দন? বিশেষত, যাঁরা দাঁড়িয়ে আছেন এই শিল্পচর্চার ব...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন